themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6114১১ই অক্টোবর, বাংলাদেশ সেন্টার লন্ডন এর ব্যবপস্থাপনা পরিষদ গঠন সহ চলতি বিরাজমান সংকটের কারণ ও প্রতিকার সম্পর্কে বাংলাদেশ সেন্টারের মেম্বারশীপ এবং বৃহত্তর বাংলাদেশী কমিউনিটিকে অবহিত করার লক্ষ্যে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সংম্মেলন সিনিয়র সহ সভাপতি জনাব মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে অনুষ্ঠির হয়,
সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একটি লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুর রহমান, পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন,
সভায় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি জনাব ইসবা উদ্দিন, যুগ্ম সম্পাদক জনাব আবুল কালাম আজাদ ছোটন, ও চিফ ট্রেজারার জনাব ফাইজুল হক,
অধ্যাপক শহীদুর রহমান বলেন ১৯৭১ সালের ২৭শে অগাস্ট এই বাংলাদেশ সেন্টার ভবনে বাংলাদেশের দূতাবাস চালু করার মধ্যদিয়ে বাংলাদেশ সেন্টারকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ করে নেয়া হয়,
তাই এই প্রতিষ্ঠানটির মান-মর্যাদা রক্ষা করা প্রতিটি বাঙালির দায়িত্ব ও কর্তব্য,
এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে বাংলাদেশ সেন্টারের বিরাজমান সংকট সম্পর্কে সেন্টারের মেম্বারদেরকে সঠিক তথ্য উপাত্ত জানানো সাংবাদিক ভাইদের দায়িত্ব ও কর্তব্য, এবং সংকট থেকে উত্তরণের উপায় নির্ধারণে সাংবাদিকদেরকে অগ্রণী ভূমিকা পালন করার জন্যও অনুরোধ জানান অধ্যাপক শহীদুর রহমান,
তিনি বলেন সেন্টারের চেয়ারপার্সন ও বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত বিষয়টি নিষ্পত্তির জন্য প্রাণপণ চেষ্ঠা করে যাচ্ছেন, কিন্তু কিছু কায়েমী স্বার্থবাদীদের অসংবিধানিক কার্য্যকলাপ ও অনমনীয়তা প্রদর্শনের কারণে সংকটটি সমাধান করা সম্ভব হচ্ছেনা, বাংলাদেশ সেন্টারের সংবিধান বা গভর্নিং ডকুমেন্ট অনুসরণ করা বাধ্যতামুলক এবং কেবলমাত্র এই গভর্নিং ডকুমেন্টের সঠিক অনুসরণেই সঙ্কটের সমাধান নিহীত রয়েছে,
তাই সকল মতপার্থক্য ত্যাগ করে ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে এসে বাংলাদেশ সেন্টারের সৌজন্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে, এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য আগামী ২০শে অক্টোবর অনুষ্ঠিতব্য বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য সবাইকে উদ্বাত্ত আহ্বান জানিয়েছেন অধ্যাপক শহীদুর রহমান
অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা প্রদানের জন্য লন্ডন বাংলা প্রেসক্লাব ও প্রেস ক্লাবের সাধারণ সম্পদক জনাব তাইসির মাহমুদ, সাংবাদিক ইমরান আহমদ সহ সকল সম্মানিত সাংবাদিক ও উপস্থিত সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়