নিজস্ব সংবাদদাতা পবিত্র ঈদে-উল-আজহা উপলক্ষে সুনামগঞ্জ – ৩ জগন্নাথপুর ও শান্তিগন্জ সহ দেশ ও বিদেশে বসবাসরত বিশ্বের সকল মুসলিম উম্মাহ কে ঈদ-উল-আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জগন্নাথপুর ও শান্তিগন্জ উপজেলা র মাটি ও মানুষের নেতা জননেতা কয়ছর এম আহমেদ ।
ঈদ শুভেচ্ছা বার্তায় কয়ছর এম আহমেদ বলেন, মহান আল্লাহর প্রতি আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদ- উল- আজহা। আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাঈল (আঃ) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আঃ) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুন্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শনা স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।
ঈদ সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি অনাবিল আনন্দ। ধনী দরিদ্র নির্বিশেষে সবার দুয়ারেই এ আনন্দ বয়ে যাক? পবিত্র ঈদ-উল-আজহার খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে ইতিবাচক রাজনীতির পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহ্বান জানান।
সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। উদ উল আযহার শিক্ষা থেকে আমাদের আগামী অঙ্গিকার হোক হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায় সাম্য ঐক্য মহানুভুতি মানবতা ও মহামিলনের এক ঐক্য ও ভালোবাসা পূর্নসমাজ গঠনের জন্য একযোগে কাজ করা। এসময় তিনি সবাইকে ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানান।
তিনি জগন্নাথপুর ও শান্তিগন্জের বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে আজ কে বিকাল ৩ টায় ইংল্যান্ডের হিথ্রো এয়ারপোর্টে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন ।