ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল ইসরায়েল

Reporter Name / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা হাসান নাসরাল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলা করেছে ইরান। মঙ্গলবার রাতে প্রায় ২০০টি ব্যালেস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এ ধরনের মিসাইল ব্যাপক বিধ্বংসী ও সচরাচর প্রতিরোধ করা কঠিন।

ইরানের এই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। মঙ্গলবারের ওই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ)।

ইসরায়েলের সশস্ত্রবাহিনী জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানঘাঁটিগুলোর অফিস ভবন ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কতগুলো বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘অকার্যকর’ বলে উল্লেখ করে ইসরায়েল বলছে, হামলায় আইএএফ-এর অপারেশনাল কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি। পাশাপাশি এতে যুদ্ধবিমান, ড্রোন, অন্যান্য বিমান, যুদ্ধাস্ত্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলেও দাবি করেছে দখলদার বাহিনী।

উল্লেখ্য, গেল মঙ্গলবার রাতে কোনো সতর্কবার্তা না দিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রাথমিকভাবে ইসরায়েল এই হামলায় ক্ষয়ক্ষতির কথা প্রকাশ না করলেও দুইদিন পরে বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Error: HTTP 500
Error: HTTP 500