ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে,দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মির্জা লিকসন আহমদ ও আকিকুর রহমান চৌধুরী।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ উপলক্ষে নেতাকর্মীদের আগমনে বিমানবন্দরের ভিআইপি ফটকে এক অভ্যর্থনা অনুষ্ঠানে পরিনত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য, সুনামগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন।
দীর্ঘদিন পর প্রিয় নেতাদের কাছে পেয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠেন দলীয় নেতাকর্মীরা। এসময় ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেওয়া হয় তাদের।
এছাড়াও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, বার্মিংহাম সিটি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছমির আলী, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুর রহমান রফু এবং যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রিপন মিয়া, নজমুল ইসলাম চৌধুরী, সিরাজ মিয়া, তছখন উল্লাহ, হান্নান মিয়া, মো. জয়নাল আবেদিন, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিন, হাফিজ নাজিম উদ্দিন, মির্জা মিল্টন, মির্জা তামিম, মির্জা কাওছার, মির্জা অভি, মির্জা মওদুদ আহমদ, মির্জা আবদুল অদুদ, মির্জা মুশফিক আহমেদ, সামিম আহমেদ মনাই, নিজাম ভুঁইয়া, রেজাউলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নির্বাচনী প্রচারণায় প্রবাসী নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন।