নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্যের নর্থ ইস্ট রিজিয়নের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নিউক্যাসলের এনবিএ কমিউনিটি সেন্টারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মান্নান মুন্না এবং সঞ্চালনা করেন শাহান চৌধুরী। শোকসভায় বক্তব্য রাখেন মাহবুব নুরুল ইসলাম, মোহাম্মদ মুশাহিদ, সৈয়দ আতাউর রহমান, সৈয়দ মোসাদ্দেক আহমেদ, জহুর আলী, মিসবা তরফদার, মোহাম্মদ জামান আরিফ, মাহি চৌধুরী, ওয়াহিদ খান, মঈনুল ইসলাম, সাইফুল আলম, কবির আহমেদ মাসুম, শাহাবুদ্দিনসহ নর্থ ইস্ট অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থানের কারণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে বলেও তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন এনবিএ মসজিদের সাবেক ইমাম মাওলানা মোকলিছুর রহমান। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত, দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।