নিজস্ব সংবাদদাতা:: গত সোমবার (২০ অক্টোবর) যুক্তরাজ্যের ইপসুইচে এক প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইপসুইচের স্থানীয় বিকাশ ইন্ডিয়ান রেস্টুরেন্টে আয়োজিত এই সভার আয়োজন করে ইপসুইচ জাতীয়তাবাদী পরিবার (জগন্নাথপুর–শান্তিগঞ্জ)।
সভায় মূল আলোচনার বিষয় ছিল— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য একক প্রার্থী, বিএনপি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব কয়ছর এম আহমদ-এর পক্ষে প্রবাসী জনসমর্থন বৃদ্ধি এবং সংগঠনকে আরও সুসংগঠিত করা।
সভাটি পরিচালনা করেন *মোঃ সাজ্জাদ, সাবেক সাধারণ সম্পাদক বার্সেলোনা বিএনপি ও ইপসুইচ বিএনপির সিনিয়র নেতা, এবং সভাপতিত্ব করেন আরিফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইপসুইচ বিএনপি*।
বক্তাদের বক্তব্য
সভায় বক্তারা বলেন, কয়ছর এম আহমদ দীর্ঘদিন প্রবাসে থেকেও দলের স্বার্থে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্ব, ত্যাগ ও কর্মনিষ্ঠা প্রবাসী বিএনপি নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।
তাঁরা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রবাসে থাকা নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
উপস্থিত অতিথিবৃন্দ
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
আবুল হোসেন, সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখা।
প্রধান বক্তা ছিলেন
কবির আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, জগন্নাথপুর উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন —
আব্দুর রব, সাবেক সহ-সভাপতি, লন্ডন মহানগর বিএনপি
কামাল মিয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি
জুলফিকার আলী, সাবেক সভাপতি, ইপসুইচ বিএনপি
এছাড়াও বক্তব্য রাখেন —
আলিফ মিয়া, আব্দুল হামিদ খান হেভেন, আব্দুল হাই, মাহবুব হোসেন চৌধুরী, লুৎফর রহমান জনি, মহিবুর রহমান, শাহীন মিয়া, আকিকুর রহমান, আব্দুর রুফ প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আরও অনেকে, তাদের মধ্যে উল্লেখযোগ্য — শামীম আহমেদ, সুহেল আফসার, ফয়জুল হক, আবুল হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রবাসী সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঐক্যের বার্তা
বক্তারা বলেন, প্রবাসে বিএনপির ঐক্য ও সংগঠনের শক্তিই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হতে পারে। কয়ছর এম আহমদের নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রবাসী বিএনপি আগামীর আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে উপস্থিত সবাই প্রবাসে বিএনপি পরিবারকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।