সিলেট মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) আব্দুল কুদ্দুস চৌধুরী বলেছেন, সিলেট মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে সিলেটের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় সড়কের শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় তিনি যাতায়াতকারী মোটরসাইকেল আরোহীদের মধ্যে যাদের মাথায় হেলমেট ছিল তাদের হাতে ফুল শুভেচ্ছা জানান এবং যাদের হেলমেট ছিল না- তাদেরকে সতর্ক করে দেওয়া দেন। আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, পুলিশ যেন সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করে-সেজন্য পুলিশকে উৎসাহিত করা এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরিধানে উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক এই কাজ করা হয়েছে।
এসময় মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশা আসলে অনুমোদিত নয়। ব্যাটারিচালিত রিকশার যারা চালক তারা প্রশিক্ষিত নন। তারা ট্রাফিক আইনগুলো জানেন না। হঠাৎ করে যেকোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন। এতে অনেক সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয়, এজন্য আমরা বলেছি ব্যাটারিচালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না। আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের এ নির্দেশনা।