লটারির মাধ্যমে ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ ঠিক করা হয়েছিল আগেই। দুই গ্রুপ মিলিয়ে ১০ ক্লাব এবারের আসরে খেলবে। ‘এ’ গ্রুপে গতবারের রানার্সআপ ঢাকা আবাহনী তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ইয়ংয়েন্স ফকিরেরপুল এবং প্রথমবারের মতো পেশাদার লিগে খেলতে আসা পিডব্লিউডির বিপক্ষে খেলবে তারা। সে হিসেবে ‘বি’ গ্রুপে টানা দুবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলবে। ঢাকা মোহামেডান ছাড়াও পুলিশ এফসি, ফর্টিস এফসি এবং পুনরায় পেশাদার লিগে উঠে আসা আরামবাগ রয়েছে। একে ডেথ গ্রুপ বললেও ভুল হবে না। পুলিশ ও ফর্টিস গতবারের তুলনায় শক্তিশালী দল গড়েছে।
ফেডারেশন কাপের ফিকশ্চারও চূড়ান্ত। পেশাদার লিগ চলাকালে এ আসর হবে। ২৩ সেপ্টেম্বর উদ্বোধনী দিনে কিংস অ্যারিনায় বসুন্ধরা কিংস খেলবে প্রতিবেশী ফর্টিস এফসির বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বেলা পৌনে ৩টায়। একই দিনে আবার একই সময়ে সাবেক চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান ও পুলিশ এফসি মুখোমুখি হবে। কুমিল্লা ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি হবে। ২ ডিসেম্বর কুমিল্লায় মোহামেডান গ্রুপের দ্বিতীয় ম্যাচে ফর্টিসের বিপক্ষে লড়বে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসেই কুমিল্লায় খেলবে কিংস ও মোহামেডান। ৩০ ডিসেম্বর কিংসের প্রতিপক্ষ আরামবাগ। ম্যাচটি হবে কুমিল্লায়। ১৭ ফেব্রুয়ারি একই দিনে কিংস ও মোহামেডান তাদের গ্রুপের শেষ ম্যাচ খেলবে। কুমিল্লায় মোহামেডানের প্রতিপক্ষ আরামবাগ অন্যদিকে কিংস অ্যারিনায় কিংসের প্রতিপক্ষ পুলিশ। প্রায় এক মাস বিরতি দিয়ে ২৪ অক্টোবর ফেডারেশন কাপ আবার মাঠে গড়াবে। সেদিনই ঢাকা আবাহনী তাদের গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ইয়ংসেন্স ফকিরেরপুলের বিপক্ষে। ম্যাচটি হবে কিংস অ্যারিনায়। ৯ ডিসেম্বর কুমিল্লায় সাবেক দুই চ্যাম্পিয়ন আবাহনী ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে। ২৩ ডিসেম্বর তৃতীয় ম্যাচ রহমতগঞ্জ ও ২৪ ফেব্রুয়ারি আবাহনীর গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ পিডব্লিউডি।