গত ২ৱা সেপ্টমবৱ ২০২৫ ইং রোজ মঙ্গলবার মাইক্রো বিজনেস পার্কে জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার জনাব মোঃ আব্দুল মুকিত চুন্নু এম বিই- এর সভাপতিত্বে এবং জনাব মো: আবুল হোসেনের পরিচালনায় এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সর্বসম্মতিক্রমে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে ৩১ সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় ।
সভায় সমন্বয়ক হিসাবে কিছু সংখ্যক সদস্যের নাম প্রস্তাবিত ও গৃহীত হয় । সমন্বয়ক পরিষদের কাজের সুবিধার্থে জনাব মোঃ আব্দুল হোসেনকে এই পরিষদের সদস্য সচিবের দায়িত্ব প্রদান করা হয় ।
।
ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানকে ঘিরে সভায় ছাত্রদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । উপস্থিত সকলেই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে সার্বজনীন, প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলার জন্য সবাইকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন ।
প্রানবন্ত এই সভায় আরও উপস্থিত ছিলেন স্কুলের সাবেক ছাত্র জনাব মোঃ আব্দুল কাউম চৌঃ, টাওয়ার হ্যামলেটস এর স্পিকার কাউন্সিলর সুলুক আহমেদ।
আনা এম মিয়া, , আশিকুল হক আশিক, ছায়াদ আহমেদ, , আবু সুফিয়ান চৌ খুকন এম এ কাদিৱ বেলালুর রহমান, মো: আব্দুল ওয়াহিদ, সাদিক মিয়া, , বশির আহমেদ, হোসেন আহমেদ, ব্যারিস্টার জয়নাল মিয়া,এম এ রব, জাকির হোসেন, মাসুদ আহমেদ, আখলাকুৱ ৱহমাস সবুজ সুৱ্ক মিয়া , কামাল মিয়া, আব্দুল মজিদ মোহাম্মদ আলী
আৱশাফুল হুদা বাবুল নুরম্নল আমিন আকমল, নূর মনোয়ার মিয়া, ইমরম্নল , সুহেল আহমদ, সমুজ আলী, আবু শহীদ, জাহির আলী, লাহিন আকরাম,
জাকিরিয়া আহমেদ, মো: জয়নাল আবেদিন,ইকবাল হোসেন, জাকির হোসেন, এ কয়েছ, লাহিন আহমেদ, ইমরান আহমেদ, আব্দুল মজিদ, জয়লাল মিয়া, এম মাহাদী, হাবিবুর রহমান মুন্না, শাহানুল হক, আবুল হোসেন, পায়েল আহমেদ, মো: মামুন মিয়া, মো: ইকবাল হোসেন, মো: হাফিজ আহমেদ, সাঈদ চৌধুরী পিপলু, সাইফুল ইসলাম, নাজমুল হোসেন, জামাল মিয়া।আব্দুল তাহিদ, ,, শেবলুল হোসাইন।
পরে সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠিতব্য শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সফলতার লক্ষ্যে সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।