ইসরায়েলি হয়েও ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে আটক করা হয়েছে এক দম্পতিকে। বৃহস্পতিবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিনবেট ও পুলিশের বরাতে এ তথ্য জানায় দ্য টাইমস অব ইসরায়েল।
জানা গেছে, আটক উভয়ই ৩২ বছর বয়সী। এদের একজন হত্যাকারী খোঁজার দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এছাড়া দেশের নিরাপত্তা ও জাতীয় অবকাঠামোর তথ্য সংগ্রহ করছিলেন তারা। সে সঙ্গে দেশটির নিরাপত্তা থিংক ট্যাংকখ্যাত এক একাডেমিকের অনুসরণ করছিলেন অভিযুক্তরা। ধারণা করা হচ্ছে, ওই বিশেষজ্ঞের ক্ষতি করার জন্যই এমনটি করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দম্পতি জানিয়েছেন, আজারবাইজানীয় বংশোদ্ভূত একজন ইসরায়েলি তাদের নিয়োগ করেছেন। ইরানের পক্ষে কাজ করতে ইসরায়েলিদের নিয়োগের একটি বিশেষ দল এর সঙ্গে জড়িত। তারা মূলত অভিবাসীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে এ ধরনের কাজে যুক্ত করার চেষ্টারত।
ইসরায়েলি কর্মকর্তা জানান, ওই দম্পতি একাধিক মিশন বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর পেছনের কুশিলবদের গ্রেফতার সম্ভব হবে। এদিকে কোন প্রলোভনে তারা এ বিপজ্জনক কাজে যোগ দিয়েছেন, সে ব্যাপারে কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে শিনবেট।