নিজস্ব সংবাদদাতা:: সাবেক ছাত্রনেতা ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সদস্য সুনামগঞ্জ- ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমেদ ।
আজ রবিবার(২৫ জানুয়ারি) এক শোক বার্তায় কয়ছর এম আহমেদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি বলেন, তেরা মিয়া একজন সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে তা অপূরণীয়। আমি মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন।
উল্লেখ্য, শামসুজ্জামান জামানের পিতা তেরা মিয়া বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে।