নিজস্ব সংবাদদাতা::: যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা, যুক্তরাজ্যে বিএনপির সাবেক সহ-সভাপতি, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, দিরাই থানা ডেভেলপমেন্ট ওর্গেনাইজশন ইউকের সাবেক সভাপতি _ জনাব আব্দুল লতিফ জেপি আজ সকালে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন”।
আব্দুল লতিফ জেপির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ – ৩ ( জগন্নাথপুর ও শান্তিগন্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী কয়ছর এম আহমেদ ।
আজ এক শোকবার্তায় কয়ছর এম আহমেদ বলেন, “আব্দুল লতিফ জেপির মৃত্যুতে তার পরিবারবর্গ ও নিকটজনদের ন্যায় আমিও গভীরভাবে সমব্যাথী। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণ বুকে ধারণ করে মরহুম আব্দুল লতিফ জেপি বিএনপি—কে সুসংগঠিত ও শক্তিশালী করতে বাংলাদেশ ও যুক্তরাজ্যে নিরলস পরিশ্রম করে গেছেন। তার মৃত্যুতে বিএনপি’র যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। দোয়া করি—মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কয়ছর এম আহমেদ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।