নিজস্ব সংবাদদাতা: যুক্তরাজ্যে বসবাসরত দেওকলস ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে একটি ঐক্যবদ্ধ ও সর্বজনীন সংগঠন গঠনের লক্ষ্যে
গত মঙ্গলবার ২রা সেপ্টেম্বর ২০২৫ ইং লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ নুরুল ইসলাম।
পবিত্র কোরআন পাক থেকে তেলায়াত করেন মাওলানা সহোল আল রাজী, সভায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্বাছ খান।
সভায় উপস্থিত ছিলেন:রেনু খান ,রফিকুল ইসলাম খান ,মাসুক মিয়া ,শায়েখ আহমদ ,খালিছুর রহমান ,আব্দুস সুবহান ,সানুয়ার খান (হাফিজুল ইসলাম খান ),ইমরানুজ্জামান ,মুকিত খান ,মাওলানা সহুল আল রাজী ,মুফতি আব্বাস খান , ,আজম খান ,আব্দুর রকিব ,শামীম আহমদ ,বাছির খান ,আসকির আলী ,সফিকুল ইসলাম , আহমদ আলী ,শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম ,রফিক মিয়া,, ইফতেকার সিকদার, রানা মিয়া ,নিজাম উদ্দিন ,জালাল আহমদ , মোঃ জুবেল আহমেদ,, সাইফুল ইসলাম (সাইফ),আশরাফ মিয়া, হাফিজুল খান, শহিদুল ইসলাম (শামত), মামুনুর রশিদ, ফাহিম খান,, আব্দুর আলী, শাহীন আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়
• প্রফেসর মোঃ নুরুল ইসলাম • রেনু খান
• খালিস মিয়া। এবং ওয়ার্ড ভিত্তিক প্রতিনিধি: নিয়োগ করা হয়
• ওয়ার্ড ১: শামত আলী (কামালপুর)
• ওয়ার্ড ২: শামীম আহমেদ (নিয়ামতপুর)
• ওয়ার্ড ৩: আজম খান
• ওয়ার্ড ৪: শামীম আহমেদ (মঠুকোনা )
• ওয়ার্ড ৫: শরিফুল ইসলাম (সদুরগাঁও)
• ওয়ার্ড ৬: জুবেল আহমদ (বাজিতপুর)
• ওয়ার্ড ৭: ইফতেখার আহমেদ সিকদার (আগনো পাড়া)
• ওয়ার্ড ৮: আব্দুল হামিদ
• ওয়ার্ড ৯: সইফুল আলম (ওলুপাড়া)
সভায় সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী সভার তারিখ , সময় ও স্থান নির্ধারণ করা হয়েছে তারিখ ৩০/০৯/২০২৫, মঙ্গলবার, বিকাল ৫:৩০। স্থান :Maedah Grill42 Fieldgate St, London E1 1ES.
সংগঠনের উদ্দেশ্য:
• দেওকলস ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে একটি সংগঠন গঠন ও নাম নির্ধারণ।
• কার্যকরী কমিটি গঠন।
• সংগঠনের লক্ষ, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নির্ধারণ।
প্রতিজ্ঞা ও অঙ্গীকার:
• দেওকলস ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
• প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতায় একটি সর্বজনীন ও গণমুখী সংগঠন গড়ে তোলা।
“দেওকলস আমাদের গর্ব — দেওকলসের উন্নয়ন আমাদের দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, সভায় উপস্থিত হয় সফল করার জন্য ।