কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপি ষড়যন্ত্রের মোকাবেলা রাজনীতিতে মাধ্যমে করবে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে। যা এদেশের মানুষ মেনে নিবে না। প্রধান উপদেষ্টা দেশ নায়ক তারেক রহমানের সাথে দেখা করে বলেছেন আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন করবেন। দেশবাসী আশা করে তিনি তার কথা রাখবেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনূর আলী,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন,জগন্নাথপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।