প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৬:১৯ পি.এম
জুলাই অভ্যুত্থানের বিরোধীতাকারীরা বিএনপির সদস্য হতে পারবে না- কয়ছর এম আহমদ
- জুলাই অভ্যুত্থানে যারা বিরোধীতা করেছে তারা বাংলাদেশের বিরোধিতা করেছে, গণতন্ত্রের বিরোধিতা করেছে, তারা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক,সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনের বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী কয়ছর এম আহমেদ।
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।
কয়ছর এম আহমেদ আরও বলেন, অপরাধে যারা জড়িত আর যারা অপরাধের সহযোগী তারা উভয়ই সমান অপরাধী। এসব অপরাধীদের স্থান বিএনপিতে হবে না। দলে কেউ অপরাধের সাথে জড়িত হলে তাকে দল থেকে বের করে দেয়া হয়।
কয়ছর এম আহমেদ বলেন, বিএনপির বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র হয়েছে। ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপি ষড়যন্ত্রের মোকাবেলা রাজনীতিতে মাধ্যমে করবে।
নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে। যা এদেশের মানুষ মেনে নিবে না। প্রধান উপদেষ্টা দেশ নায়ক তারেক রহমানের সাথে দেখা করে বলেছেন আগামী রমজানের আগে নির্বাচন আয়োজন করবেন। দেশবাসী আশা করে তিনি তার কথা রাখবেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মল্লিক মঈন উদ্দিন সোহেল, কৃষক দলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শেরেনূর আলী,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরুল ইসলাম নূরুল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট জিয়াউর রহিম শাহীন,জগন্নাথপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক :আওলাদ হোসেন। office: 394 Penn Road Wolverhampton Wv4 4df