themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6121আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। এখানে কোনরকম গাফিলতি থাকবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার যে গতিতে এগিয়ে চলেছে, তাতে বর্তমান সরকারের আমলেই এই হত্যাকণ্ডের বিচার হবে।
সোমবার বিকালে নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এদিন নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের মাটিতে যারা শহীদ ও আহত হয়েছেন, যারা নানাভাবে অবদান রেখেছেন তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছাড়াও বিভিন্ন ক্রিমিনাল (অপরাধ) আদালতেও অনেক মামলা হয়েছে। নারায়নগঞ্জ পুলিশ সুপার তাকে জানিয়েছেন, সেখানে এসব মামলার মধ্যে অনেকগুলোর তদন্তের বেশ অগ্রগতি হয়েছে। আগামী ৫ আগস্টের আগেই সেগুলোর চার্জশিট দিতে পারবেন বলে পুলিশ সুপার তাকে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, চার্জশিট দেওয়ার পর প্রয়োজনে দ্রুতবিচার আইনে এসমস্ত অপরাধের বিচার করা হবে।
তিনি আরও বলেন, ‘গত সাড়ে ১৫ বছরে বাংলাদেশে যে স্বৈরতন্ত্র ও ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল বাংলাদেশের মানুষ বড়জোর ১৫ দিনে সেই স্বৈরাচারি ফ্যাসিস্ট শাসককে উৎখাত করেছে, বাংলাদেশ থেকে তাদের বিতাড়িত করেছে।
সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া নানান ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয়ভাবে নানান ধরনের আইন-শৃঙ্খলা লঙ্ঘন ও বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড ঘটছে। চাঁদাবাজির ঘটনা ঘটছে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়ে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ থেকে মহাপরাক্রমশালী ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিল, সেভাবে ঐক্যবদ্ধ থাকলে জনগণ অবশ্যই চাঁদাবাজদের প্রতিহত করতে পারবে।
তিনি বলেন, স্থানীয়ভাবে যেসব চাঁদাবাজ আছে, লুটেরা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবিষয়ে প্রশাসন সহযোগিতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমান, গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।
উপদেষ্টাবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজ-খবর নেন ও সহমর্মিতা প্রকাশ করেন।