ইউক্রেনে রুশ হামলায় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

Reporter Name / ১৭৯ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান রাশিয়ার বিশাল বিমান হামলা ঠেকাতে গিয়ে বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন যুদ্ধবিমানের পাইলট।

রাশিয়ার হামলাটি শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়। ইউক্রেনীয় কর্তৃপক্ষ রবিবার এই তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের খবর অুনসারে, এই রুশ হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন এবং বসতবাড়ি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হামলার সময় কিয়েভে সাইরেন বেজে ওঠে। বহু পরিবার মেট্রো স্টেশনে আশ্রয় নেয়। রাজধানীজুড়ে এবং পশ্চিমাঞ্চলীয় শহর লেভিভে এমন হামলা কম ঘটে। কিন্তু সেখানে মেশিনগানের গুলির শব্দ ও বিস্ফোরণ শোনা গেছে। লেভিভের গভর্নর জানিয়েছেন, হামলার লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো।

উল্লেখ্য, এটি ইউক্রেনের তৃতীয় এফ-১৬ যুদ্ধবিমানের ক্ষতি। বছর যুক্তরাষ্ট্র নির্মিত এয়ারক্রাফটগুলো ব্যবহারের পর থেকে ইউক্রেন তিনটি এফ-১৬ যুদ্ধবিমান হারাল।

খবর অনুসারে, পাইলট বিমানটি জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। তবে অবতরণের আগেই বিমানটি বিধ্বস্ত হয় এবং তিনি বের হওয়ার সুযোগ পাননি।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, পাইলট তার বিমানের সমস্ত অস্ত্র ব্যবহার করে সাতটি রুশ টার্গেট ধ্বংস করেন। শেষ টার্গেট ধ্বংস করার সময়ই তার বিমান ক্ষতিগ্রস্ত হয়ে নিচে পড়তে শুরু করে।

সামগ্রিকভাবে রাশিয়া একরাতে ইউক্রেনের দিকে ৪৭৭টি ড্রোন ও ৬০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ২১১টি ড্রোন ও ৩৮টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে। আরও ২২৫টি ড্রোন হয় ইলেকট্রনিক যুদ্ধের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে কিংবা ছিল মিথ্যা টার্গেট।

প্রেসিডেন্ট জেলেনস্কি প্ল্যাটফর্মে বলেছেন, রাশিয়ার হাতে যতদিন হামলার সক্ষমতা থাকবে, তারা থামবে না।

তিনি জানান, গত এক সপ্তাহে রাশিয়া প্রায় ১১৪টি ক্ষেপণাস্ত্র, ১,২৭০টি ড্রোন এবং ১,১০০টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নোভোসতি জানিয়েছে, ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে একজন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri