সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার উপর সন্ত্রাসী হামলা,রশি দিয়ে বেঁধে মারধর ও অকাট্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
২০ জুন শুক্রবার বাদ জুমা জগন্নাথপুর পৌর পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলার সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর কাসিমীর সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রাহমানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, এবং উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, নির্যাতিত আলেম মাওলানা শরিফ উদ্দিন জিয়া, জমিয়ত নেতা মাওলানা ফজল আহমদ, জমিয়ত নেতা মাওলানা সৈয়দ সালিম কাসিমী, উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রশিদ আহমদ, সহ সাধারণ সম্পাদক সম্পাদক মাওলানা মুতিউর রাহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রাহমান জুয়েল, রানিগঞ্জ জমিয়তের সহ সভাপতি মাওলানা মুজাহিদ খাঁন, জগন্নাথপুর আসাবুন্নেসা মসজিদের ইমাম মাওলানা ইসমাইল খান, উপজেলা জমিয়ত প্রচার সম্পাদক মাওলানা মাহিদুল ইসলাম, যুব জমিয়ত জগন্নাথপুর উপজেলা সভাপতি মাওলানা হাফিজ সৈয়দ হাবিব ছালেহ, সেক্রেটারি মাওলানা ইবরাহীম খলীল, যুবনেতা মাওলানা নুমান আহমদ, ইয়াকুব আহমদ, ছাত্রনেতা ফরিদ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য,উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া (মহিষাকোনা) গ্রামের মাদানিয়া আমিনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফ উদ্দিন জিয়ার সঙ্গে একই গ্রামের ছিদ্দেক আলীর পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় মাওলানা শরিফ উদ্দিন জিয়া হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে ছিদ্দেক আলীর লোকজন তাঁকে আটকে রেখে রশি দিয়ে হাত বেঁধে
ব্যাপক মারধর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মাদ্রাসার প্রধানকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়।