Headline :

ইসরায়েলকে নিষেধাজ্ঞা দিতে লন্ডনে বিক্ষোভ

Reporter Name / ১৩২ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থীরা। তারা ইসরায়েল সরকারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। খবর আল জাজিরার।

বুধবার প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনের (পিএসসি) উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্ট সদস্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। হাজার হাজার বিক্ষোভকারী লাল পোশাক পরে ব্রিটিশ পার্লামেন্ট ভবন ঘিরে মানববন্ধন করেন।

স্টারমার পার্লামেন্টে বলেন, অবরুদ্ধ এবং বোমাবর্ষণে বিধ্বস্ত গাজায় ইসরায়েলের কার্যকলাপ ভয়াবহ এবং অসহনীয়।

তিনি বলেন, এই সময়কে অন্ধকার সময় বলা যথার্থ। আমরা ইসরায়েলি সামরিক অভিযানের বিস্তৃতি, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং মানবিক সহায়তা আটকে দেওয়ার কঠোর বিরোধিতা করেছি।

স্টারমার আরও জানান, যুক্তরাজ্য এরইমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে, মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বর্তমানে আরও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

যুদ্ধ শুরুর পর থেকেই যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং এখনো কার্যকরভাবে কিছু না করার জন্য প্রধানমন্ত্রী স্টারমার, পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও তাদের সরকারকে যুক্তরাজ্যের ভেতরেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে।

লন্ডন থেকে আল জাজিরার সংবাদদাতা ররি চ্যালান্ডস জানান, ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ কয়েক ঘণ্টা ধরে চলে। পার্লামেন্টে স্টারমারের ভাষণের পুরো সময়েই এই বিক্ষোভ অব্যাহত ছিল। পুরো পার্লামেন্ট ভবন ঘিরে একটি রেড লাইন তৈরি করা হয়েছিল।

বিক্ষোভকারীরা বলেন, এর অর্থ হলো গাজা নিয়ে যুক্তরাজ্য সরকারেরও এমন রেড লাইন থাকা দরকার, যা তারা কখনো পার হতে দেবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri