Headline :

নির্বাচন ৩০ জুনের পর যাবে না

Reporter Name / ৫৮ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘জাতীয় নির্বাচন কোনোভাবেই ৩০ জুন পার হবে না। এটা আগেও হতে পারে। এটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারিতে হতে পারে, মার্চে হতে পারে, এপ্রিলে হতে পারে, মে মাসেও হতে পারে, আবার জুনেও হতে পারে। কিন্তু ৩০ জুনের পরে যাবে না।’ গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ উপস্থিত ছিলেন। জাপান সফর প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। দুই দেশের মধ্যে ছয়টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে একটি হলো তারা আমাদের ডেভেলপমেন্ট পলিসি লোন, যেটাকে বাজেট সাপোর্ট বলে, তারা ৪১৮ মিলিয়ন ডলার আমাদের দেবে বলে আশ্বাস দিয়েছে। মহেশখালী-মাতারবাড়ী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২৯ বিলিয়ন ডলারের প্রাক্কলিত ব্যয়ের বড় অংশ জাপান থেকে পাওয়ার আশা করা হচ্ছে।

বাংলাদেশের জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেললাইনের জন্য ৬৪১ মিলিয়ন ডলার সহায়তা করবে জাপান। এর বাইরে জাপান ৪ দশমিক ২ মিলিয়ন ডলার দিচ্ছে মানবসম্পদ উন্নয়ন ও বৃত্তির জন্য।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর খুবই সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। আমরা যতগুলো আশ্বাস চাচ্ছিলাম, সবগুলোতে তারা অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে বলে জানিয়েছে। আগামী পাঁচ বছরে তারা বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেওয়ার কথা জানিয়েছে। বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি নেই। জাপানে যেতে কিছু ভিসাগত সমস্যা ছিল। সেটা সমাধান করেছি। এ সফরের পর জাপানি জনশক্তির বাজার আমাদের জন্য উন্মুক্ত হবে। এ ছাড়া জাপানের প্রধান বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও বড় বড় গ্রুপের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। তাদের দিক থেকে আমরা ভালো রেসপন্স পেয়েছি। আশা করছি, অনেক বড় বড় জাপানি বিনিয়োগকারী বাংলাদেশে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri