themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6114প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন রাজধানীর মানুষ। এতে রাজধানীর রেলস্টেশন ও বাস কাউন্টারগুলোতে বেড়েছে ঘরমুখী মানুষের চাপ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কমলাপুর রেলস্টেশন ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রীর চাপ না থাকলেও বিকাল থেকে ভিড় বাড়তে থাকে যাত্রীদের। এ ছাড়া গাবতলী, মাজার রোড এবং সায়েদাবাদ বাস কাউন্টারগুলোতে যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল সকালে কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, সেখানে যাত্রীদের চাপ নেই বললেই চলে। ঈদ উপলক্ষে যাত্রীদের বাড়তি কোনো ভিড় নেই। নির্ধারিত সময়ে সব ট্রেন ছেড়ে যাচ্ছে। যাত্রীরাও তাদের নির্ধারিত আসনে কোনো ঝামেলা ছাড়াই উঠতে পারছেন। ঈদ উপলক্ষে টিকেটবিহীন যাত্রী ঠেকাতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। তিন স্তরের টিকিট চেকিং ব্যবস্থার কারণে টিকিট থাকা রেলের যাত্রীরা স্বাচ্ছন্দ্যে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছেন। বাইরে বাঁশের বেষ্টনী থাকায় কমলাপুর রেলস্টেশনে টিকিটবিহীন যাত্রীরা প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারেননি। এর ফলে গতকালও রেলের ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যের ছিল।
বেসরকারি ব্যাংক কর্মকর্তা আশিক ইকবাল গতকাল চিলাহাটি এক্সপ্রেসে গ্রামের বাড়ি নীলফামারীর উদ্দেশে রওনা করেন। তিনি জানান, নির্ধারিত সময়েই ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। বিকালে যাত্রীদের কিছুটা চাপ থাকলেও ট্রেনে উঠতে বা আসন পেতে কোনো ভোগান্তি হয়নি।
গত কয়েকবারের ন্যায় এবারও রেলওয়ের আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে। গত ২৪ মার্চ থেকে শুরু হয়েছে ঈদ পরবর্তী ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি। আজ সকাল ৮টায় চতুর্থদিনের মতো ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করবে রেল কর্তৃপক্ষ। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মো. শাহাদাত হোসেন গতকাল এ প্রতিবেদককে বলেন, ঈদযাত্রায় ক্রমেই যাত্রীদের চাপ বাড়ছে। তবে টিকেটবিহীন যাত্রীদের ঠেকাতে নানা উদ্যোগ নেওয়ায় রেলযাত্রা স্বাচ্ছন্দ্যের হয়েছে। ট্রেনগুলোও সময়মতো ছাড়ছে। এবার ঈদযাত্রায় কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। এদিকে, গাবতলী, মাজার রোড ও সায়েদাবাদে বাস কাউন্টারগুলোতে গতকাল বিকাল থেকেই ভিড় বাড়তে থাকে। গাবতলীতে বাসস্ট্যান্ড এলাকায় মূল সড়কের একপাশ দখল করে উত্তরবঙ্গমুখী দূরপাল্লার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। গাবতলী বালুর মাঠ এলাকায় বাস কাউন্টারের সামনে কথা হয় বেসরকারি চাকরিজীবী আসাদুর রহমানের সঙ্গে। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে। আসাদ বলেন, গতকাল অফিস করার বাধ্যবাধকতা ছিল। তবে আমরা সকালে অফিসে এসে আঙুলের ছাপ দিয়েই বাড়ির উদ্দেশে রওনা করেছি। কারণ বেলা ১২টার বাসের টিকিট করা ছিল। সরকারি অফিসগুলোও দুপুরের মধ্যে ফাঁকা হতে শুরু করে। চাকরিজীবীদের অনেকেই গতকাল ঢাকা ছেড়ে গেছেন। অপরদিকে ঈদযাত্রায় ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)। এ সময় দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম আসামিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। রাজধানীর শাহজাহানপুর ঝিলপাড়ে অবস্থিত র্যাব-৩ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।