ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো নারী নিপীড়নের বিচার হয়নি: নীরব

Reporter Name / ৯৮ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো নারী নিপীড়নের বিচার হয়নি। আমরা স্পষ্ট করে বলতে চাই, গত সাড়ে ১৫ বছর নারীর প্রতি যে নির্যাতন, নির্মমতা অথবা গণধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলো গণমাধ্যমে খুব ফলাও করে প্রচার করা হয়নি।

তিনি বলেন, ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার কারণে আমার বোন পারুলকে কীভাবে গণধর্ষণ করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তার বিচার নিশ্চিত হয়নি।

মঙ্গলবার রাজধানীর মধুবাগ মাঠে ঢাকা মহানগর উত্তর ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার বিতরণ ও দোয়া মাহফিল উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীদের গণধর্ষণের ঘটনা। সেই ঘটনার বিচার এখনো নিশ্চিত করা যায়নি। গত সাড়ে ১৫ বছরে নারীর প্রতি নিপীড়ন, ধর্ষণ অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সেগুলো এ দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি বলেন, ধর্ষণ, নারী নিপীড়নের বিচার দ্রুততম সময়ে নিশ্চিত করুন এবং অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না করেন তাহলে আমরা আপনাদের দিকে আঙুল তুলতে বাধ্য হবো।

নীরব বলেন, অবৈধ সম্পদ সমাজে বিশৃঙ্খলা ও অপকর্মে সহায়তা করে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুট করেছে। দুর্নীতিবাজ, লুটপাটকারীদের এমপি, মন্ত্রী বানিয়ে আওয়ামী লীগ ১৫ বছর দেশে অরাজকতা প্রতিষ্ঠা করেছিল।

অনুষ্ঠানে হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মনিরুল ইসলাম রাহিমী, কেন্দ্রীয় যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, হাতিরঝিল থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আশরাফুল ইসলাম অপু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হক মাধু, ৩৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিংকং, সাবেক সাধারণ সম্পাদক শ্যামলী খান, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ, হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, জাফর ইমাম তরফদার মন্টু, সাবেক প্রচার সম্পাদক মেছের হোসেন,৩৫নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল হেলাল হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri