Headline :
যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে মেডিকেল অক্সিজেন শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবারও চিঠি দিল এনসিপি কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি হাসিনার মতোই হবে : সালাহউদ্দিন ইউনেস্কো সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ আবরার ফাহাদের শাহাদত জুলাই গণঅভ্যুত্থানের বড়ো প্রেরণা : তথ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারলো টাইগ্রেসরা বদলি ও পদায়নে নতুন নির্দেশনা মন্ত্রণালয়ের নির্বাচিত সরকার প্রতিষ্ঠায় বাধা দানকারীরাই গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু’

বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক শামীমকে শোকজ

Reporter Name / ৯৭ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

দলীয় নির্দেশনা অমান্য করে নোয়াখালীর হাতিয়ায় মোটরসাইকেল শোডাউন করার কারণে বিএনপির চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শামীমকে শোকজ করা হয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি। তবে বিএনপির কেন্দ্রীয় দফতর এবং নোয়াখালী জেলা বিএনপির কয়েকজন নেতা তথ্যটি নিশ্চিত করেছেন।

চিঠি প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে শামীমকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার প্রায় হাজারখানেক মোটরসাইকেল নিয়ে শোডাউন করায় দ্বীপ উপজেলা হাতিয়ার রাস্তায় দেখা দেয় তীব্র যানজট, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভার পূর্বে শামীমের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। অথচ এ ধরনের সভা-সমাবেশ এবং মোটরসাইকেল শোভাযাত্রা না করার ব্যাপারে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়েছে বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, জনগণের দুর্ভোগ হয়- এমন কোনও কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপির হাইকমান্ড। বিশেষ করে কোনও প্রকার বিলবোর্ড টানানো এবং নেতাদের শোডাউন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এ-সংক্রান্ত এক নির্দেশনা দলের তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া হয়।

এদিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে শোডাউন করায় ইতোমধ্যে শোকজ করা হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনকে।

এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর একই অপরাধে খুলনা জেলার কয়রা উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আমিন বাবুল, নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তানভীর উদ্দীন রাজিব এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

হাতিয়ার স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে যেখানে মোটরসাইকেল শোডাউনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেখানে কেন্দ্রীয় একজন নেতা এই ধরনের কাজ কীভাবে করেন? আজকের এই শোডাউনের জন্য সাধারণ মানুষের কাছে আমাদের দলের সুনাম নষ্ট হচ্ছে।

হাতিয়ার আরেক বিএনপি নেতা বলেন, হাতিয়া উপজেলার বাসিন্দা না হয়েও নোয়াখালী-৬ হাতিয়া আসনে বিএনপির মনোনয়ন এমপি হতে মরিয়া হয়ে উঠেছেন চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। দলীয় ক্ষমতার প্রভাব খাটিয়ে হাতিয়া উপজেলায় জনসভার আয়োজন করেন তিনি। দ্বীপ হাতিয়ার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের দলীয় পদ থেকে বহিষ্কারের হুমকি দিয়ে মোটরসাইকেল মহড়া দিয়ে জমায়েত করে উপজেলা শহরে জনসভা করেন তিনি। ইতোপূর্বে তিনি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করে হাতিয়া উপজেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকে দল থেকে বহিষ্কার করেছেন। উনার প্রথম হাতিয়ায় আগমন ও জনসভাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঁদাবাজি হয়েছে বলেও আমরা শুনেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri