themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6114প্রতিদিন রেকর্ড সংখ্যক ৪ হাজার থেকে ৬ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব। গত ৫৩ বছরের মধ্যে কোনও বছর প্রতিদিন এত সংখ্যক বাংলাদেশিকে ভিসা প্রদান করেনি সৌদি।
গত মাসে ৮৩ হাজার বাংলাদেশিকে কাজ করার ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে সৌদির সরকার। এটিও রেকর্ড, কারণ এর আগে কখনও একমাসে এত সংখ্যক বাংলাদেশিকে কাজের ভিসায় প্রবেশের অনুমতি দেয়নি দেশটি। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
সৌদি আরব তাদের উচ্চাভিলাষী ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে মেগা প্রকল্পগুলোতে ব্যস্ত সময় পার করছে। এতে কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বেড়েছে। দেশটি ২০৩৪ সালে ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালে রিয়াদ এক্সপোর মতো হাই-প্রোফাইল ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি বিমানবন্দর, রেলপথ এবং স্পোর্টস স্টেডিয়ামের মতো বিশাল অবকাঠামো প্রকল্পও হাতে নিয়েছে। এসব উদ্যোগ দ্রুত বাস্তবায়নের জন্য বৈচিত্র্যময় শ্রমশক্তি প্রয়োজন হচ্ছে।
সৌদি আরবের শ্রমশক্তির একটি বড় অংশ বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের প্রতি সৌদি আরবের আন্তরিকতার উদাহরণস্বরূপ, সম্প্রতি দেশটি ৩৭২ টন মাংস দান করেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই মাংস দেশের ৬৪টি জেলার ৯৫টি অঞ্চলে এতিমখানা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিতরণ করা হবে।
বাংলাদেশ ও সৌদি আরবের এই সহযোগিতা উভয় দেশের জন্যই ফলপ্রসূ। বাংলাদেশ প্রতি বছর বিপুল সংখ্যক শ্রমিক রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। অন্যদিকে, সৌদি আরব তাদের উন্নয়ন প্রকল্প ও আন্তর্জাতিক ইভেন্টগুলোর জন্য প্রয়োজনীয় শ্রমশক্তি পাচ্ছে।
সৌদি সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের প্রতি শুভেচ্ছা ও সৌজন্যবশত এ দেশের কর্মীদের জন্য দুয়ার খুলেছে দেশটি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে সম্প্রতি বাংলাদেশের সরকারকে ৩৭২ টন মাংস দান করেছে রিয়াদ। বাংলাদেশের বিভিন্ন এতিমখানা এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে সেই মাংস।