আওলাদ হোসেন বার্মিংহাম থেকেঃ ব্রিটেনে চলমান ঘূর্ণিঝড়ে এক ব্রিটিশ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। কাজ থেকে মেয়েকে ঘরে যাওয়ার পথে কাহির হোসেন শাহীন একটি গাছের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, বালাগঞ্জ ওসমানী নগর গরীব কল্যাণ ট্রাস্ট বার্মিংহামের ট্রাস্টি ছিলেন।
নিহত শাহিন মিয়া পেশায় ব্যবসায়ী ছিলেন , ছয় মেয়ে ও এক ছেলের জনক। ঝড়ের সময় মেয়ে কে নিয়ে বাড়ি ফেরার পথে গাড়ির ওপর গাছ পড়ে শাহিনের মৃত্যু হয়। তার বয়স ছিল ৫৫ বছর।
তার গ্রামের বাড়ি বাংলাদেশের সিলেটের ওসমানীনগর উপজেলার সিকান্দার পুর গ্রামে।