Headline :
মায়ের লাশ আটকে সম্পত্তি ভাগবাঁটোয়ারা, দুই ছেলের হাতাহাতি দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি আন্দোলন বন্ধের ঘোষণা না দিলে আমাদের হত‍্যার নির্দেশ ছিল শেখ হাসিনার : আসিফ মাহমুদ গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য: মির্জা ফখরুল শেষ মুহূর্তের গোলে হেরে এশিয়ান কাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা জুলাই সনদ স্বাক্ষর হবে ১৫ অক্টোবর যুদ্ধবিরতির জন্য যেসব প্রধান শর্ত দিল হামাস প্রয়োজনীয় ওষুধের তালিকায় যুক্ত হচ্ছে মেডিকেল অক্সিজেন শাপলা প্রতীক চেয়ে ইসিতে আবারও চিঠি দিল এনসিপি

বাংলাদেশের মাটিতে কোনো উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেওয়া হবে না’

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংগঠনের আবরণে ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। এদের উগ্র আস্ফালনে প্রাণ হারাতে হলো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম আদালত চত্বরে এই গোষ্ঠী সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মুসল্লিসহ নিরীহ পথচারীদের ওপর হামলা করেছিল। বাংলাদেশের মাটিতে কোনো উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেওয়া হবে না। তিনি অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

শহীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হতাহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে তিনি বলেন, যে সংগঠন এই ধরনের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ষড়যন্ত্র বন্ধে ফ্যাসিস্ট ও খুনি হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযুক্ত ইসকন নেতাকে মদদদানসহ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাই। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মোস্তাফিজুর রহমান ফয়সাল, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল কে এম ইমরান হোসাইন, কেন্দ্রীয় সহকারী ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাই, নোয়াখালী জোনের সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরী, হেফাজতে ইসলাম ফেনী জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী, খেলাফত মজলিস ফেনী জেলা শাখার সহসভাপতি মাওলানা মাইনুদ্দিন চৌধুরী, মাওলানা মুর্তুজা সালেহ, ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা সভাপতি আবদুল আউয়াল রাকিব, খেলাফত মজলিস ফেনী জেলা সেক্রেটারি মাওলানা সানাউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সাইফুল্লাহ ভূঁইয়া, ফুলগাজী উপজেলা সভাপতি মাওলানা শফিউল্লাহ, পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, সদর সভাপতি মাওলানা করিম উল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, দাগনভুইয়া উপজেলা সেক্রেটারি মাওলানা সা’দ উদ্দিন, ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সাবেক সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দিন, শাহ শিহাব উদ্দিন, মুহাম্মদ আবুল বাশার, মুহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri