themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6114লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার সোয়া ৭টার দিকে হাজী রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ভিডিও বার্তায় বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমরা সবাই গাড়ি পরিবর্তন করেন। সামনে একটি প্রাইভেকার ছিল, যেটা হাসনাত আবদুল্লাহ ও সারজিস ভাইদের গাড়ি থেকে সাত মিনিটের দূরত্বে ছিল। সেই গাড়িটাকে একটি ট্রাক চাপা দেয়।
এছাড়াও একই ট্রাক বহরে থাকা মোটরসাইকেলও চাপা দেয়। গাড়ির মালিক আওয়ামী লীগের দোসর। আমাদের হত্যা করতে নানাদিকে ষড়যন্ত্র হচ্ছে। সেটা এই ষড়যন্ত্রের অংশ।
গাড়িটাকে চাপা দেওয়া ট্রাক
ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সামি গণমাধ্যমকে বলেন, গাড়িতে আসিফ, মাহাতির, সবুজ ও নেওয়াজ ছিল। প্রাইভেটকারটি মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক সাইডে গিয়ে চাপা দেয়। এতে গাড়ির সামনের অংশে দুমড়ে-মুচড়ে যায়। পেছনের গাড়ি সামনে গিয়ে ট্রাকটির চালক ও হেলপারকে আটক করে লোহাগাড়া থানায় দেওয়া হয়েছে। তারা এখন লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
লোহাগাড়া থানার দায়িত্বরত এএসআই মো. আলিম বলেন, এই ঘটনায় ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লোহাগাড়া থানার এসআই কামাল বলেন, সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর গাড়িবহর লিংক রোড থেকে মেইন রোডে উঠছিল। ট্রাকটি যাচ্ছিল কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম অভিমুখে। এসময় ট্রাকের ধাক্কায় বহরের একটি গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে ওই গাড়িতে সারজিস ও হাসনাত ছিলেন না।