আগস্ট বিপ্লবকে সার্থক ও ফলপ্রসূ করতে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে বৈষম্যবিরোধী আন্দোলনে শরিক সব রাজনৈতিক দলকে ন্যূনতম একটি ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্ট হাসিনার পতন পর্যন্ত যেমন সবাই ঐক্যবদ্ধ ছিলাম পরিবর্তিত এই সময়েও আমরা তা ধরে না রাখতে পারলে আমাদের লড়াই সংগ্রাম নষ্ট হতে পারে। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন পর্যন্ত আমাদের সবাকেই সজাগ থাকতে হবে।
আজ শনিবার ২৬ অক্টোবর থেকে ২০২৪ দুপুরে জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত “বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থান উত্তর নতুন বাংলাদেশ: রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ” বিষয়ক নাগরিক ভাবনা শীর্ষক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলে, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী তরুণ প্রজন্ম আগামী পঞ্চাশ বছর পর্যন্ত আওয়ামী লীগকে প্রতিহত করবে। সুতরাং রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপে এমন কিছু করা যাবে না, ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিতে পারে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা একে এম আশরাফুল হকের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী এডভোকেট মহসিন রশিদ, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন, যুক্তফোরামে প্রধান সমন্বয়কারী চাষী মামুন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি হাকিম মাওলানা মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশ জাস্টিজ পার্টির চেয়ারম্যান এডভোকেট আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির পার্বত্য বিষয়ক সচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ ও বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি হাফেজ মুহাম্মদ জাবের হোসেন প্রমুখ।