রাজধানীর কারওয়ান বাজারে ট্রেড লাইসেন্স ও পণ্য ক্রয়ের রশিদ না থাকা এবং বেশি মূল্যে সবজি বিক্রি করায় পাঁচ দোকানদারকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুুস সালামের নেতৃত্বে একটি মনিটরিং টিম কারওয়ান বাজারের সবজি বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এ সময় আবদুস সালাম বলেন, ৮-১০ হাত ঘুরে কারওয়ান বাজারে সবজি আসছে। এতে প্রতি ক্ষেত্রে প্রায় ৮ টাকা করে দাম বেড়ে যাচ্ছে। সেই হাতগুলো কমাতে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। এ ছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাল, ডালসহ মুরগির বাজারেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান তিনি।