সকল নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করবে : মাসুদ সাঈদী

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

পিরোজপুরের সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বীদের খোঁজখবর নিয়েছেন জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী।

আজ শুক্রবার এই পরিদর্শনে গিয়ে মাসুদ সাঈদী মন্দিরের পুরোহিত ও হিন্দু ধর্মাবলীদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনোরকম সন্ত্রাসী হামলার শিকার না হন, সেজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অতন্দ্র প্রহরী হয়ে তাদের পাশে থাকবেন বলে জানান তিনি।

মাসুদ সাঈদী বলেন, ‘প্রত্যেক জাতির নিজস্ব ধর্মীয় সংস্কৃতি আছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই দুর্গাপূজা। ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে যার যার ধর্ম তারা সঠিকভাবে পালন করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে সংখ্যালঘিষ্ঠরা হচ্ছে একটা আমানত। তারা যদি তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধাপ্রাপ্ত হয় তাহলে রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিন মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। রাসুলের (সা.) এই হাদীসের চেতনা অনুযায়ী আমরা আপনাদের খোঁজখবর নিতে এসেছি।’
তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্তমানে কিছু মহল দেশে সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশে সকল নাগরিক নিজ নিজ ধর্ম আনন্দের সাথে পালন করবে। এটা নাগরিক অধিকার। প্রশাসনের পাশাপাশি আপনাদের উৎসব সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে জামায়াতে ইসলামী সারাদেশে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।’

পূজামণ্ডপগুলোতে পুলিশ-আনসারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে জানিয়ে সকলকে আশ্বস্ত করে মাসুদ সাঈদী বলেন, ‘পূজামণ্ডপে কোনো অপ্রীতিকর ঘটনা মেনে নেওয়া হবে না। আমরা চাই, সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করুক। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন।’

তিনি আরও বলেন, ‘শুধু উৎসবের সময় নয়, বরং আপনাদের সুখ-দুঃখসহ যেকোনো পরিস্থিতিতে আপনারা আমাকে ডাকলে আমি ছুটে আসব।’

মাসুদ সাঈদী পিরোজপুর সদরের মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতাসহ হিদু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন এবং তাদের নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন।

এসময় মাসুদ সাঈদীর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, পৌর আমির মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি রাকিব হাসান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জিয়ানগর উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু স্বপন কুমার ডাকুয়া, জিয়ানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ননি গোপাল সাহা, হুলারহাট পূজামণ্ডপের সভাপতি কমলেশ সিংহ, সেক্রেটারি মনমোহন রায়, নারকেলবাড়ি পূজামণ্ডপের সভাপতি সনজয় শিকদার, সেক্রেটারী স্বপন কুমার, হালদার, নগরবাড়ি সার্বজনিন পূজামণ্ডপের সভাপতি সুদিপ গাইন, সেক্রেটারি সুব্রত বৈরাগী, দক্ষিণ দিবগ্রাম পূজামণ্ডপের সভাপতি পরিমল মজুমদার, সেক্রেটারি মহাদেব ডাকুয়া, শিকদার মল্লিক বাজার পূজামণ্ডপের সভাপতি ডা. দোদুলেশ রায়, সেক্রেটারি গোপাল চন্দ্র, কদমতলা ধম্ম পূজাপণ্ডপের সভাপতি শংকর পাল, সেক্রেটারি বিমল হালদার, রাজবাড়ি সর্বজনীন পূজামণ্ডপের সভাপতি গৌর রায় চৌধুরী, সেক্রেটারি বাবুল দাসহ স্থানীয় জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri
deneme bonusu veren siteler - canlı bahis siteleri - casino siteleri casino siteleri deneme bonusu veren siteler canlı casino siteleri