বন্যা মোকাবিলায় সর্বশক্তি দিয়ে জনগণের পাশে আছে বিএনপি : প্রিন্স

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি সরকার বা বিরোধী দল যে অবস্থানেই থাকুক না কেন, দুর্যোগ-দুর্বিপাকে সবসময় জনতার পাশে থাকে। বর্তমানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি দিয়ে জনগণের পাশে আছে বিএনপি।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ঝিগাতলা গ্রামে পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রিন্স।

ভাঙনে গ্রামের ৫৮ পরিবারের দুই শতাধিক ঘর, দোকান, মক্তব, কবরস্থান বিলীন হয়ে যায়। এতে গ্রামবাসীর মধ্যে চরম বিপর্যয় নেমে আসে। এমরান সালেহ প্রিন্স ক্ষতিগ্রস্ত ৫৮ ঘর মালিকদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের এক সমাবেশে এমরান সালেহ প্রিন্স সরকারের প্রতি পাহাড়ি ঢলে বিলীন হওয়া বাড়ি ঘরের মালিকদের খাস জমিতে ঘর নির্মাণ করে পুনর্বাসন করার এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করার আহ্বান জানিয়েছেন।

এছাড়াও তিনি ট্রলারযেগে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের মাটিখোলা, চর বহুলী, বিলমিয়া কান্দা, সদর ইউনিয়নের ভুট্টা, রানীগাঁও, বলরামপুর এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে তিনি এসব এলাকায় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের জনগণকে শুভেচ্ছা জানান ও পূজা কমিটিকে অনুদান প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজি, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক ফারুক হোসাইন, বিএনপি নেতা আবু তাহের, আবু সিদ্দিক, মোমতাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Error: HTTP 500
Error: HTTP 500