জাতীয় পার্টির (জাপা) যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের যৌথসভা আগামী সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৭ অক্টোবর সকাল ১১টায় বনানী চেয়ারম্যান কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।
যৌথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। যৌথসভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
যৌথসভায় সব যুগ্ম মহাসচিব, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।