ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হলেও লেবাননের হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে।
বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো শিয়া সশস্ত্র গোষ্ঠীটির ওপর হামলা অব্যাহত রেখেছে।
খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে।
তিনি বলেন, হিজবুল্লাহর কার্যকরী ও মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে এটি এমন কোনও ক্ষতি নয়, যা তাদের নতজানু করে ফেলতে পারবে।
ইরানের এ ধর্মীয় নেতা বলেন, হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি বেশ জোরালো। তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা দুর্বল হবে না।
ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে, এ ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন।