মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে বলা হয়েছে, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এর বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া।
গত ১১ সেপ্টেম্বর মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।