এ কে এম শহিদুর রহমানকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার পক্ষ থেকে এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে-সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসিকে (বিপি-৬৫৯১০২০৯৩৯) তার অবসরোত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব এ টি এম শহিদুল আলম।