ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকার জন্য গওহরডাঙ্গা মাদরাসায় বিশেষ দোয়া করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ যোহর দোয়া করা হয়।
গওহরডাঙ্গা মাদরাসা মসজিদে ছাত্র, শিক্ষক, গওহরডাঙ্গা বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, তানজীমুল মুদাররিসিন বাংলাদেশ ও খাদেমুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় উলামায়ে কেরামদের নিয়ে গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, গওহরডাঙ্গা বোর্ডের সভাপতি ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন দোয়া করেন।
দোয়ার পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব বলেন, পৃথিবীতে যতধরনের বালা-মুসিবত আসে এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এসময় বিচলিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে হয়। এবং অন্যান্য জনগণদের বিপদগ্রস্তদের সহোযোগিতায় এগিয়ে এসে তাদের খেদমতে নিজেকে নিয়োজিত করতে হয়। এটা আনেক বড় সওয়াবের কাজ। আল্লাহ এসব কাজে সহযোগিতাকারীদের বিশেষ প্রতিদান দিবেন।
মুফতি রুহুল আমিন দেশবাসীকে বন্যার্তদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।