জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত
স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রাজন দে (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত রাজন দে কাদিপুর গ্রামের মৃত অরবিন্দু দের ছেলে।
আহত রাজন দে কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।অভিযোগে রাজন দে উল্লেখ করেন, গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে মৃত আলী নেওয়াজের ছেলে আলী মিয়া ও মৃত সত্যেন্দ্র কুমার দে’র ছেলে কলকলিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর কুমার দে সহ বিবাদীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল। শনিবার ঈদের দিন (৭ জুন) সকাল সাড়ে ৯ টায় রাজন দে একই গ্রামের পবিত্র সূত্রধরের চায়ের দোকানে চা খাইতে যায়। বিরোধের জেরে প্রতিপক্ষ আলী মিয়া ও শংকর কুমার দে’র নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজন দে এর উপর হামলা চালায়। হামলায় রাজন দে’র ডান পা ভেঙ্গে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামলায় রাজন দে আরো উল্লেখ করেন তার সাথে থাকা নগদ ৭০ হাজার টাকা, ১টি স্যামসাং মোবাইল ফোন, স্বর্ণের চেইন, রুপার ভেসলেট হামলাকারীরা নিয়ে যান। রাজন দে জানান, বিবাদীরা আমার উপর হামলা করে ক্ষান্ত হয়নি। তাদের অব্যহত হুমকিতে আমি পরিবার পরিজন নিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি।