themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6121পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, “পাথর খেকোদের দৌরাত্ম্য দেখেও সিলেটবাসী নিরব। আগে মানববন্ধন ও আইনি লড়াই করতাম। আইনি লড়াই করে চার বছর পাথর উত্তোলন বন্ধ রেখেছি। কিন্তু ৫ আগস্টের পরে সেখানে ব্যাপক লুটপাট চলছে।”
শনিবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘Flood Hazard in Sylhet Region: Problems and Way Forward’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে প্রায় ৫২ মিলিয়ন মানুষ বন্যা ঝুঁকিতে থাকবে। বিশ্ব ব্যাংকের হিসাবে বন্যা ঝুঁকির দিক থেকে বাংলাদেশ ১০ নম্বরে এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির দিক থেকে ৭ নম্বরে রয়েছে।”
তিনি বলেন, “হাওরের বুক চিরে অল ওয়েদার সড়ক নির্মাণ প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রস্তুতি আরও বাড়াতে হবে। বিশ্ব জলবায়ু পরিস্থিতির নির্ভরযোগ্য পূর্বাভাস পেতে আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থার সঙ্গে আলোচনা করছি। হাই-স্পেসিফিক তথ্য পেলে আগাম প্রস্তুতি নেওয়া সহজ হবে।”
সেমিনারে অংশ নেওয়া বক্তারা বলেন, “সিলেট বিভাগের বেদখল হয়ে যাওয়া নদী ও খাল উদ্ধার করতে হবে। যথাযথ ড্রেজিংয়ের মাধ্যমে পানি ধরে রাখার ব্যবস্থা করলে শুষ্ক মৌসুমে কৃষিকাজে পানি সরবরাহ সম্ভব হবে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় বক্তৃতা বা সেমিনারেই সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপ নিতে হবে।”
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, “আমাদের মূল সমস্যা পরিকল্পনার অভাব। সরকারি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেই ওপরতলা থেকে বাধা আসে। সদিচ্ছা থাকলেও কারিগরি ত্রুটি ও জ্ঞানের অভাবে প্রকল্প সফল হয় না।”
দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, “সিলেটের বন্যা পরিস্থিতির জন্য সেখানকার রাজনৈতিক নেতৃত্বের অভাব রয়েছে। উন্নয়ন পরিকল্পনায় সরকারের বাজেট বরাদ্দ এবং একনেক-এর সিদ্ধান্তে নজর দিতে হবে।”
সেমিনারে ‘বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গবেষণা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মারারাত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মার্জিয়া আক্তার অপু।