অনলাইন ডেস্ক::: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ (রবিবার) বিকেলে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত তালিকায় সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
দলীয় সূত্রে জানা গেছে, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত—কারণ এই প্রথমবারের মতো সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা থেকে কেউ বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন ঘোষণার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়ছর এম আহমেদ কে শুভেচ্ছা জানিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনামগঞ্জ-৩ আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন। স্বাধীনতার পর এই আসন থেকে জাতীয় রাজনীতিবিদ প্রয়াত আব্দুস সামাদ আজাদ নির্বাচিত হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী প্রতিমন্ত্রী ফারুক রশীদ চৌধুরী ও সদ্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
জাতীয়তাবাদী দল মনে করছে, অতীতের তুলনায় এবার এ আসনে বিএনপি অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। সুষ্ঠু নির্বাচন হলে কয়সর আহমেদের বিজয়ের সম্ভাবনা প্রবল বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।