নিজস্ব সংবাদদাতা:: গত ২১ অক্টোবর ২০২৫ ইংরাজি রোজ মঙ্গলবার লন্ডনস্থ Micro Businesses সেন্টারে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে শতবর্ষ উদযাপন বিষয়ক উপদেষ্টা পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব আবুল মুকিত চুনু (এম বি ই)- এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আবুল হোসেনের পরিচালনায় সমন্বয় পরিষদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয় ।
দুই পর্বের সভার প্রথম পর্বের গুরুত্বপূর্ণ এই সভায় শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে বক্তাগন দীর্ঘ দিকনির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য উপস্থাপন করেন । পরে সভাপতি আলোচিত বিষয় থেকে উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত প্রদান করেন এবং প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন ।
বিরতি ও নৈশভোজের পর শতবর্ষ উদযাপন বিষয়ক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক জনাব আশিকুল হকের সভাপতিত্বে উক্ত একই সভার দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় ।
এই সভার মূল আলোচ্য বিষয় ছিল শতবর্ষ পূর্তি উদযাপনকে সার্বিক সফল করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিভিন্ন উপ কমিটি গঠন করা প্রসঙ্গে ।
এই বিষয়ে সমন্বয়ক পরিষদের সদস্য সচিব জনাব আবুল হোসেন ৮টি উপ কমিটির নাম উপস্থাপন করে এই কমিটি গুলো গঠনের লক্ষ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেন । পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সদস্য সচিব জনাব আবুল হোসেনকে এই কমিটি গুলো গঠনের জন্যে দায়িত্ব প্রদান করা হয় ।
পরে সভাপতি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সভার সকল কার্যক্রম সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ।
উক্ত সভায় আরো বক্তব্য রাখেন সর্বজনাব এস আই আজাদ আলী, আনোয়ার হোসেন, মোঃ ইছরাক আলী, আবুল খায়ের, সায়েক এম ৱহমান, মোঃ দরছ উল্লাহ , সুলতান আহমেদ, লুৎফুর রহমান, বেলালুর রহমান, আশিকুৱ চৌঃ,সায়াদ আহমদ, শেলিনা বেগম,আকতাৱ হোসেন মিজান,মোঃ আশিকুল হক, আবু সুফিয়ান চৌধুরি, মোঃ এম এ কাদির, তৌফিক আলি মিনার, মোঃ বশির মিয়া, হোসেন আহমদ, আজিজুর রহিম মিছবা, সিরাজ উদ্দিন,, শামসুজ্জামান ঝুনু, আবুল কালাম রাজু, সুজাতুর রেজা সুজাত, জাকির হোসেন, বদরুল ইসলাম রফু, ফারুক আহমদ,সব্বির আহমদ খান, জুনেদ আহমদ, মির্জা নিকসন, সামছুল ইসলাম রাজন, আকিকুর রহমান চৌধুরী, মাছুম আহমদ, মোঃ নূর মিয়া, মিজানুর রহমান, কাজল মিয়া, আশরাফুল হুদা বাবুল, রিজিক হাসান, ইমরুল হক হীরক, আবুল হোসেন (কেশব পুর), দবির আহমদ, কামাল মিযা, ওয়াদুদুর রহমান মাখন, ইকবাল হোসেন, কবির আহমদ, মামুনুর রশিদ,লুৎফুর রহমান, রবিউল আলম নানু, সাজিদুর রহমান, আনছার মিয়া, এমরানুল হক, মোঃ জাহিদ হোসেন লিটন, শাহ মোঃ মনির, মোঃ সুমন চৌধুরী, দিলোয়ার হোসেন, সোহেল ভুঁইয়া, লাহিন আকরাম, তাইফ সারওয়ার কলিন, আল-আমিন, সায়েদ চৌধুরী (পিকলু), আবু খালেদ, রুবেল আহমদ, মো সুমন আহমদ (হবিবপুর), আবুল আমিন রুম্মান, মোঃ আলিফ মিয়া, জাকির হোসেন (হরিহরপুর), আবুল খায়ের, ওয়ারকান হাসান, তানজিরুল হক ইবন, জাকারিয়া আহমেদ, জয়নাল আবেদীন, আলমগির হোসেন, জোবের আহমদ, জাকারিয়া হোসেন, হাবিবুৱ ৱহমান মুন্না, আবু তাহের,আমিনুর রহমান, আলি,সুমন মিয়া,আল আমিন,মুসলেহ উদ্দিন,জাহেদুর রহমান,জুয়েল,জুয়েল আমিন ও এমরান আহমদ প্রমুখ ।