বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপি এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করেছে।
১ লা সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনের সভাপতিত্বে এবং স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডিশনাল পিপি অ্যাডভোকেট শেরেনুর আলী, নাদির আহমদ, রেজাউল হক, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ, আনসার উদ্দিন, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, আ ত ম মিসবাহ, নজরুল ইসলাম, শ্রমিক নেতা ও বিএনপি নেতা সোহেল আহমদ, সোয়েব আহমদ, সুনামগঞ্জ সদর বিএনপির আহ্বায়ক ফারুক আহমদ লিলু, সদস্য সচিব আব্দুর রহিম, পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ, সদস্য সচিব মুর্শেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অতন্দ্রপ্রহরী। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে। জাতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার অপেক্ষা করছে। আল্লাহ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না
ফেব্রুয়ারি মাসের ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠিত হবে।"