themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6121কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। ক্ষেপে গিয়ে তিনি জেলা প্রশাসকের অপসারণ দাবি করেছেন।
মানুষের মান-সম্মান নিয়ে না খেলতে জেলা প্রশাসককে সতর্ক করে বক্তব্য দিয়েছেন। পাথর শ্রমিকদের দাবি আদায় না হলে ৫ জুলাই থেকে সিলেটে লাগাতার পরিবহন ধর্মঘটে একাত্মতা পোষণেরও ঘোষণা দিয়েছেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আপনি সরকারকে ভুল ম্যাসেজ দিচ্ছেন। কারো সঙ্গে আলোচনা না করে যা ইচ্ছা তাই করছেন। ক্রাশার মিল গুড়িয়ে দিচ্ছেন, অন্ধ কল্যাণ সমিতির স্থাপনা ভেঙে দিচ্ছেন। দু’এক নেতাকে বশ করে আপনি যদি মনে করেন, পার পেয়ে যাবেন তা হলে ভুল করবেন। ৫ জুলাইয়ের পর আপনার সঙ্গে আর কোনো আলোচনা নয়। আপনি বিদায় নেন।
বুধবার দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ও পরিবহন খাতের শ্রমিকের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করেন।
সমাবেশে নিজের বক্তব্যে আরিফুল হক চৌধুরী জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের সাম্প্রতিক নানা তৎপরতার কঠোর সমালোচনা করেন। বিশেষ করে মেজরটিলায়সহ অন্যান্য স্থানে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে তিনি চরম অসন্তোষ প্রকাশ করেন।
প্রসঙ্গত, সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেওয়া, ক্রাশার মেশিন উচ্ছেদ বন্ধ ও পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পাথর ও পরিবহন শ্রমিকরা।