বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের ওপর জাতির সাফল্য নির্ভর করছে।
তিনি বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ এনে আমাকে নানাভাবে নাজেহাল করেছে পতিত সরকার। যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কেউ প্রমাণ করতে পারবে না। দলের নেতৃত্ব শূন্য করতেই আমার বিরুদ্ধে এমন অভিযোগ দেওয়া হয়েছিল।
দীর্ঘদিন পর দেশে ফিরে শুক্রবার রাজধানীর ইন্দিরা রোডে একটি হোটেলে গণমাধ্যমের সামনে এসব কথা বলেন ওসমান ফারুক।
ড. ওসমান ফারুক বলেন, দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। বিদেশে থাকা অবস্থায় রাজনীতি থেকে কিছুটা দূরে থাকলেও জিয়া পরিবারের উপর বিশ্বাস রেখে আগামীতে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকব।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র থেকে সপরিবারে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। ২০১৬ সালের মে মাসে তিনি যুক্তরাষ্ট্রে যান। সেসময় যুদ্ধাপরাধের অভিযোগে ওসমান ফারুকের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা জারি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।
ড. ওসমান ফারুক বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রক্ষায় ভূমিকা পালন করতেন।
কিশোরগঞ্জ-৩ আসনের দু’বারের নির্বাচিত সংসদ সদস্যও তিনি। আগামী সপ্তাহ থেকে ওই আসনে তার নির্বাচনি এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। দেশে ফিরেই শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন ড. এম ওসমান ফারুক।