themesdealer
domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init
action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/notunalo/public_html/wp-includes/functions.php on line 6114রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সকল রাজনৈতিক ও সামাজিক পক্ষ মিলেই আমরা রুপরেখা অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করব। শিক্ষা ও গণমাধ্যমসহ আরও কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ৬টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে। অক্টোবর মাস থেকেই সংস্কার কমিটির কার্যক্রম শুরু হবে। কমিশনগুলো অভিজ্ঞ ও অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে রুপরেখা তৈরি করবেন। শুক্রবার দুপুর ১২ টায় লক্ষ্মীপুর বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এসময় ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করার ঘটনার মামলা এবং জড়িতদের গ্রেফতার বিষয়ে উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টদের বিচার বাংলার মাটিতেই হবে, সে যেই হোক না কেন। আইনশৃঙ্খলা পরিবেশ ধীরে ধীরে ফিরে আসছে এবং সেনাবাহিনীকেও ম্যাজিষ্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। যাতে এ কার্যক্রমগুলো দ্রুত হয়। সারাদেশে যে মামলাগুলো রয়েছে, এরমধ্যে অনেকগুলোই গ্রহণযোগ্য নয়। সে ক্ষেত্রে আমাদের আহবান রয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যেন মামলাগুলো করা হয়। সেই মামলার ভিত্তিতেই যেন পুলিশসহ প্রশাসন দ্রুত ব্যবস্থা নেন ও জড়িতদের গ্রেফতার করা হয়।’
নাহিদ আরো বলেন, দেশে অভ্যুত্থানের পর বড় দুর্যোগ এসেছে। আমরা দেখেছি, এ দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগীতা করেছে। ছাত্ররাসহ একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণ ও প্রশাসনের সঙ্গে কাজ করেছে। এ ধারা অব্যাহত থাকবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসসে কাজ করছে সরকার। খুব শিঘ্রই তা বাস্তবায়ন করা হবে।
পরে উপদেষ্টা নাহিদ ইসলামকে স্থানীয় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করা হয়। এসময় ছাত্র সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় করেন এ উপদেষ্টা। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার, সেনাবাহিনীর লে: কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, মেজর জিয়া উদ্দিন আহমদ, পুলিশ সুপার মো. আকতার হোসেন প্রমুখ।